স্টাফ রিপোর্টার::
মানবিক সহায়তা হিসেবে শীতবস্ত্র নিয়ে ছিন্নমূল দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো জগন্নাথপুরের সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার।
গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৯ দিকে স্থানীয় পৌর পয়েন্টে সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হুসেনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক জামাল উদ্দিন বেলাল। বিশেষ অতিথির বক্তব্য দেন মাহিমা রেস্টুরেন্টের পরিচালক মকবুল হোসেন ভূঁইয়া, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ পৌর শাখার সেক্রেটারি, মাওলানা বদর উদ্দিন আল আমিন, সমাজকর্মী শামিম আহমদ ও অনলাইন পোর্টাল প্রথম বুলেটিন এর উপজেলা প্রতিনিধি শাহ ফুজায়েল আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাবেক সভাপতি মাছুম মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য জামাল হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য কুহিনুর রহমান,সহ-সভাপতি আমিনুর রহমান হিমেল,সহ-সভাপতি তারেক মাহমুদ জয়,যুগ্ম সাধারণ সম্পাদক জিকরুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন নাছিফ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শিক্ষা, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক রাহিম আহমদ,সহ-শিক্ষা ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক রুমন আহমদ,প্রচার সম্পাদক সাবাজ মিয়া,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম,প্রবাসি সদস্য সদস্য মুহিত, সাইফুর,সাহেদ,আশিকুর,নাদিম,মেহরাব প্রমূখ।
বক্তারা বলেন, ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি
প্রতিষ্ঠালগ্ন থেকে আর্ত সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। এলাকার শিক্ষা প্রসারের পাশাপাশি বিভিন্ন দুর্যোগকালিন সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে। এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করে মানবিক কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।