1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ছাত্র-শিক্ষকদের ফ্যাসিস্ট বলায় উপাচর্যের বিরুদ্ধে মশাল মিছিল - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

ছাত্র-শিক্ষকদের ফ্যাসিস্ট বলায় উপাচর্যের বিরুদ্ধে মশাল মিছিল

  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদেরকে ফ্যাসিস্ট আমলের বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল রবিবার দুপুরে এমন মন্তব্য করেন উপাচার্য। এই বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা রবিবার রাতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে।

শিক্ষাথী‌দের পাশাপা‌শি আজ সোমবার শিক্ষক কর্মকর্তারাও সংবাদ স‌ন্মেল‌নের মাধ‌্যমে কর্মসূচী ঘোষনা কর‌তে যা‌চ্ছেন।

এমন মন্তব্যের পর বিশ্ববিদ্যালয়ে কর্মরতরা বলেন, নিয়োগ এমনকি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম দলের ভিত্তিতে হয় না। উপাচার্য সবাইকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে নিজের পদকে রক্ষার অপচেষ্টা করছেন। তিনি নিজেই অতীতে ফ্যাসিস্টের দোসরদের নিয়োগ দিয়েছেন। এমনকি তিনি নিজেই ফ্যাসিস্টদের পক্ষে বিবৃতিও দিয়েছিলেন।

 

তাই অবিলম্বে তার এ মন্তব্য প্রত্যাহারের দাবি জানান কর্মরতরা। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তিনি ‘আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন’ করছেন। এ নিয়ে তিন দিন ধরে অস্থিরতা চলছে। এ পরিস্থিতিতে উপাচার্য রবিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

 

এ সময় উপাচার্য বলেন, ‘উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের ইন্ধন দিয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় ২০১১ সালে প্রতিষ্ঠিত। সেই সময় থেকে এ পর্যন্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী যারা নিয়োগ পেয়েছেন এবং যারা শিক্ষার্থী তারা সবাই ফ্যাসিস্ট আমলের। এ পর্যন্ত নতুন কেউ যোগদান করেনি এবং কেউ যদি বলে আমি ফ্যাসিস্টের কেউ নই, সেটা দাবি করতে পারবে না। সেই আমলে সে রিক্রুয়েটেড।

আমরা জানি কীভাবে রিক্রুয়েটমেন্ট হয়েছে। এখন প্রশ্ন শিক্ষার্থীদের কেন উসকে দেওয়া হচ্ছে?’ 

এদিকে মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুজয় শুভ জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে প্রশাসনিক ভবনের নিচতলা থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস ও ভিসির বাসভবন ঘুরে প্রশাসনিক ভবনের নিচতলায় এসে শেষ হয়।

রবিবার বিশ্ববিদ্যালয়ের ৫০ শিক্ষক লিখিতভাবে উপাচার্য ও উপ-উপাচার্যের বরাবরে লিখিত বিবৃতি দিয়েছেন। তারা বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ হিসেবে অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় কিছু ঘটনার উদ্ভব হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, অগ্রগতি ও শিক্ষার সুষ্ঠু-স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ন রাখার স্বার্থে প্রশাসনের উচ্চপর্যায় থেকে এমন কার্যক্রম বন্ধ হওয়া জরুরি।’

উপাচার্যের বক্তব্যের বিরোধীতা করে উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘উপাচার্য কীভাবে এখানকার সব ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে ফ্যাসিস্ট বলেন? ২০১১ সাল থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টিতে প্রায় এক লাখ শিক্ষার্থী অধ্যয়ন করেছেন। এই ছাত্ররা কি ফ্যাসিস্ট হতে পারে? তিনি যে মামলা দিয়েছেন, সেই মামলায় আমাদেরও অভিযুক্ত করেছেন। সরকারকে অবহিত না করে কীভাবে তিনি ছাত্রদের বিরুদ্ধে মামলা করেন?’

৪২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা, উপ-উপাচার্যের বিরুদ্ধেও অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের প্রবেশ গেট ভাঙচুরের অভিযোগে ৪২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদের মধ্যে ১৭ জন এজাহার নামীও এবং অপর ২৫ জন অজ্ঞাত। মামলায় আসামিদের বিরুদ্ধে বেআইনি জনতাবদ্ধে অনধিকার প্রবেশ করে ক্ষতিসাধন ও খুন জখমের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
গতকাল রবিবার বরিশাল মহানগর পুলিশের বন্দর থানায় মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার কেএম সানোয়ার পারভেজ লিটন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. গোলাম রাব্বানী, ট্রেজারার মামুন অর রশিদ ও ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিন সিন্ডিকেট সভা বয়কট করে অসহযোগিতা করেছে বলেও জানানো হয় এজাহারে।

উপাচার্য ড. শুচিতা শরমিন মামলায় প্রধান স্বাক্ষী হয়েছেন। এ ছাড়াও সহকারী প্রক্টর মারুফা আক্তার, মো. সাইফুল ইসলাম, ড. সোনিয়া খান সনি ও মো. ইলিয়াস হোসেন মামলার স্বাক্ষী হিসেবে রয়েছেন।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অভিযোগ দিয়েছে। অভিযোগ মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামিরা লাঠি, লোহার রড, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে উপাচার্যের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা হুমকিমূলক শ্লোগান দিতে থাকে।

অভিযোগের বিষয়ে উপ-উপাচার্য ড. গোলাম রব্বানী বলেন, ছাত্রদের বিরুদ্ধে মামলা দেওয়া ঠিক হয়নি। বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। সেখানে মামলা করে আমাদের নাম উল্লেখ করার বিষয়টি বোধগম্য নয়।

শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শারমিন সাংবাদিকদের বলেন, পুলিশকে তথ্য দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করছে। শিক্ষার্থীদের বিরুদ্ধে দেওয়া অভিযোগ প্রত্যাহার করবেন কিনা জানতে চাইলে ভিসি বলেন, আমার কাছে আসতে হবে। বলতে হবে। ভুল স্বীকার করলে তখন করব।
সুত্র কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com