জগন্নাথপুর২৪ ডেস্ক::
পাকিস্তানে এক প্রিন্সিপালের বিরুদ্ধে ছাত্রীদের ধর্ষণ ও যৌন নিপীড়নসহ আটটি অভিযোগ উঠেছে। অভিযুক্ত এই প্রিন্সিপালের নাম আতাউল্লাহ মারওয়াত। তাকে ১০৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার পেশোয়ারের সেশন কোর্ট আতাউল্লাহকে সবমিলিয়ে ১০৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে; ১৪ লাখ রুপি জরিমানাও করা হয়েছে।
জানা গেছে, ছাত্রীদের নিজের কক্ষে ডেকে নিয়ে তাদের ওপর যৌন নিপীড়ন চালাতেন আতাউল্লাহ। এ নিয়ে এক ছাত্র অভিযোগ জানায়। গত বছর ১৪ জুলাই তাকে আটক করে পুলিশ। পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করেন তিনি।
আতাউল্লাহর বিরুদ্ধে শিশু নির্যাতন, পর্নোগ্রাফি, ধর্ষণ, হয়রানি ও অবৈধ সম্পর্ক স্থাপনসহ মোট আটটি অভিযোগ দায়ের করা হয়। সব ক’টি অভিযোগেই দোষী সাব্যস্থ হন তিনি।
অভিযোগ, কমবয়সী ছাত্রীদের প্রলোভন দেখিয়ে এবং বল প্রয়োগের মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন করতেন আতাউল্লাহ।যৌন সম্পর্কের দৃশ্য গোপনে ভিডিও করে নিজের ব্যক্তিগত কম্পিউটারে সংরক্ষণ করে রাখতেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
Leave a Reply