Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় শিক্ষকে পিটিয়েছে ছাত্র, গ্রেপ্তার দুই

স্টাফ রিপোর্টার – সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর সুনিয়া আলিম মাদ্রাসার শিক্ষক সামসুল হক (২৬) কে পিটিয়ে আহত করেছে তার ছাত্র। কয়েকজন সহযোগি নিয়ে বুধবার বিকেলে শিক্ষকের ওপর হামলা চালায়।
এঘটনায় শিক্ষক কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ হামলাকারী ছাত্র সহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মারজান মিয়া (১৬) ও একই এলাকার
আনছার মিয়া (২৫)। বুধবার বিকেলে কুবাজপুর বাজার জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়,কুবাজপুর সুনিয়া আলিম মাদ্রাসার শিক্ষক সামসুল হক (৩০) কয়েকদিন আগে বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ পেয়ে মাদ্রাসার ছাত্র কুবাজপুর গ্রামের কবির মিয়ার ছেলে মারজান মিয়াকে শ্রেণি কক্ষে শাসন করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থী মারজান মিয়া, মাহিদ মিয়া ও নোমান মিয়া, আনছার মিয়া সহ কয়েকজন মিলে সন্ধ্যার আগ মুহূর্তে শিক্ষক কে একা পেয়ে পিটিয়ে আহত করেন।পরে এলাকার লোকজন আহত শিক্ষক কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় শিক্ষকের ভাই শাহ আলম বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক আব্দুস সাত্তার বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনায় ছাত্রসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Exit mobile version