সিলেট সংবাদদাতা:: নগরীর আখালিয়ায় ছাত্রলীগ কর্মী মুন্না ওরফে পিচ্চি মুন্নার (২৪) ডান হাতের চারটি আঙ্গুল কর্তন করেছে সন্ত্রাসীরা। এছাড়া তার দুই পায়ে ছুরিকাঘাতও করা হয়েছে। মুন্না নগরীর মদিনা মার্কেট বি ব্লক ৫৪ নং বাসার হেলাল কোরেশির ছেলে। এ ঘটনায় মুন্না মহানগর ছাত্রশিবিরের সভাপতি কামরুজ্জামানসহ ছাত্রদল-ছাত্রশিবির নেতাকর্মীদের দায়ী করেছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মুন্নার পরিবার কিছু দিন আগে আখালিয়া নোয়াপাড়া এলাকায় বসবাস করতেন। সোমবার সন্ধ্যায় তিনি ওই এলাকায় ঘুরতে যান। এসময় কয়েকজন সন্ত্রাসী ৪টি মোটরসাইকেলে করে তার উপর এসে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে মুন্নার উপর আক্রমণ করে। অস্ত্রের আঘাতে মুন্নার ডান হাতের ৪টি আঙ্গুল কর্তন হয়। তার দুই পায়েও ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। পরে আহত অবস্থায় স্থানীয়রা মুন্নাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের ৩য় তলায় ৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন।
আহত মুন্না জানান, তিনি হামলাকারীদের মধ্যে সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি কামরুজ্জামান, ৮নং ওয়ার্ড ছাত্রশিবির নেতা জাকির এবং নোয়াপাড়ার বাবুল মিয়ার ছেলে সাবেক ছাত্রদল নেতা রাজনকে চিনতে পেরেছেন।
এ ঘটনায় সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আলী হুসেন বাদি হয়ে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।
এদিকে ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ওসমানী হাসপাতালে গিয়ে মুন্নার সাথে কথা বলেছে।
বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন।