স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা মুক্তাদীর আহমদ মুক্তা বলেছেন, ছাত্রলীগের রয়েছে গৌরবউজ্বল ইতিহাস ও ঐতিহ্য। এই গৌরবকে লালন করে ছাত্রলীগ নেতাকর্মীদের সৃজনশীল চর্চ্চায় নিয়োজিত থেকে মেধাভিত্তিক রাজনীতি করতে হবে। তিনি বলেন, ছাত্রলীগ নেতাকর্মীরা যতবেশী সৃজনশীল কাজ করবে সমাজ ততই উপকৃত হবে। রাজনীতির প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস বাড়বে। তিনি রোববার বিকেলে আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগ আয়োজিত ইউনিয়ণ ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ উজ্জ্বল মিয়ার যুক্তরাজ্য গমন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ মুহিবুর রহমান রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির খান সাব্বিরের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন ও হামিদুর রহমান চৌধুরী বাচ্চু,উপজেলা যুবলীগ নেতা কবির আহমদ হীরা,সুহেল আহমদ,জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল,সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, আশারকান্দি ইউনিয়ন যুবলীগ সভাপতি আলাউদ্দিন আহমেদ,মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা রাজন আহমদ,ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম,আছকির মিয়া,কবির মিয়া, নিধীর,মনজুর আহমদ,ফররুক আহমদ,নাজমুল আলী,আক্তার,এমেল,শেরআলী,রিজু, সুলতান,উপজেলা ছাত্রলীগের আমিনুর কামালী,তোফাজ্জল হক সুমন,হিবলু তালুকদার,সৈয়দ মাসুদ,তানভীর আলম পিয়াস,হাবিবুর রহমান জুয়েল,রাজু চৌধুরী, আরিজ মিয়া,সজীব আহমদইসরাইল আহমদ,দিলদার মিয়া, জনি চৌধুরী,আহমেদ হোসেন রনি,আলীনুর,আজিজুর, মাসুম,আনোয়ার,এনায়েল,রাজু,সুজাত,পাপ্পু,সুজেলতালুকদার,মাতালিব,রাফু,রাসেল,জাবরুল,রুবেল,জাকের,জুবেল,রাহিনুর,বাবলু,হেলাল,সানীজগলু, সাজনজাহাঙ্গীর,অলী কামালী প্রমুখ। সভায় বিদায়ী ছাত্রলীগ নেতা উজ্জ্বল মিয়ার সফলতা কামনা করে অতিথিবৃন্দ তার হাতে ক্রেষ্ট তুলে দেন।
Leave a Reply