জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের এক কর্মীকে শ্রেণীকক্ষের ভিতরে গুলি করে হত্যার ঘটনায় ৭ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
সোমবার রাতে নিহতের বাবা ফয়জুর রহমান বাদী হয়ে বিয়ানীবাজার থানায় এ মামলাটি করেন।
মামলার ব্যাপারটি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, নিহত ছাত্রলীগ কর্মী খালেদ আহমেদ লিটুর বাবা বাদী হয়ে ফাহাদকে মুল করে আরো ৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
তিনি আরো বলেন, ‘আমরা ঘটনা তদন্ত করছি। এর সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে। তিনি জানান, পাভেল গ্রুপের এমদাদ, কামরান ও ফাহাদ নামে তিনজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, সোমবার সকালে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের এক কর্মীকে শ্রেণীকক্ষের ভিতরে গুলি করে হত্যা করা হয়। নিহত ছাত্রলীগ কর্মীর নাম খালেদ আহমদ লিটু (২৩)। লিটু ছাত্রলীগের পাভেল গ্রুপের কর্মী বলে জানা যায়। তাৎক্ষনিক ওই কক্ষে অবস্থানরত অবস্থায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
Leave a Reply