জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট-তামাবিল সড়কে খাদিমপাড়া বিসিক শিল্পনগরী এলাকায় ছাত্রলীগের রকি-পঙ্কি ও আলাই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানান, ক্রিকেট খেলার ফলাফলকে কেন্দ্র করে ওই দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো। বিষয়টি বিচার পর্যন্ত গড়ায়। সন্ধ্যায় এ নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
আহতদের মধ্যে তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সংঘর্ষে মার্কেট ও দোকানপাটেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান তারা।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই উভয় গ্রুপের নেতা-কর্মীরা পালিয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।
ছাত্রলীগের রকি-পঙ্কি ও আলাই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় আহত পাঁচজনের মধ্যে তিনজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের কারো নাম পাওয়া যায়নি বলে জানান তিনি।
Leave a Reply