জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
ছাত্রলীগের প্রাণের দাবি ডাকসু নির্বাচন। আমরা নিয়মিত ছাত্রদের নিয়ে গঠনতন্ত্র অনুযায়ী দল পরিচালনা করি।
তাই ডাকসু নির্বাচন হলে ছাত্রলীগের রাজনীতি এবং নেতৃত্ব আরও শক্তিশালী হবে। ছাত্রদের জন্য কাজ করার জায়গা ও দায়িত্ব বেড়ে যাবে। নির্বাচনের জন্য আমরা গত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বর্তমান প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ। যত দ্রুত সম্ভব ডাকসু নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে এই নেতা বলেন, আমরা ক্যাম্পাসে ছাত্রদের জন্য কাজ করি, যে কোনো বিপদে তাদের পাশে দাঁড়াই। প্রশাসন তাদের মতো কাজ করছে, কিন্তু সেখানে ছাত্রদের অংশগ্রহণ থাকছে না। ছাত্রদের ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়া আলাদা ব্যাপার। সেখানে সবার অধিকার থাকে, গণতন্ত্র থাকে।
তিনি বলেন, ফরিদপুরের রাজেন্দ্র কলেজ, চট্টগ্রাম, মানিকগঞ্জসহ বেশ কিছু শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ সচল রয়েছে।