ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসির দিকে যাচ্ছিল। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা পেছন থেকে লাঠি নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় কয়েকজনকে পিটিয়ে যখম করে ছাত্রলীগ।
এদিকে দুপুর ১টার দিকে ঢামেকে আহতদের দেখতে যান ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। তিনি অভিযোগ করে বলেন, আমরা প্রতিদিনের মতো সকালে মধুর ক্যান্টিনে যাই। সেখান থেকে বের হয়ে টিএসসির দিকে এগোচ্ছিলাম। ঠিক তখনই ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের পিছু নেয়। পরে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লাঠি নিয়ে অতর্কিতে হামলা চালায়। তাদের মারধরে আমাদের ১০-১৫ নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এ হামলার নিন্দা জানাই।
সুত্র-যুগান্তর