ছাতক সংবাদদাতা :: সুনামগঞ্জ জেলার ছাতকে সৎ ছেলের হাতে খুন হলেন এক মা। সোমবার উপজেলার কাশগাও গ্রামের দিঘিরপাড় এলাকায় মাটির নিচ থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ সৎ ছেলে কে গ্রেফতার করেছে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার আইনকান্দি গ্রামের প্রবাসি তাজুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম (৪০) এর সঙ্গে টাকা-পয়সা ও জমি নিয়ে তার সৎ ছেলে হাফিজুল রহমানের ঝগড়া হয়। এর জের ধরে হাফিজুর রহমান শুক্রবার রাতে সেলিনা বেগমকে গলাটিপে হত্যা করে পাশের কাশগাঁও গ্রামের একটি দিঘিরপাড় এলাকায় মাটি চাপা দিয়ে রাখে।
ঘটনার পর আশপাশের লোকজন সেলিনা বেগমকে বাড়িতে না দেখে ছাতক থানায় খবর দেয়। পুলিশ রোববার সন্ধ্যায় হাফিজুল রহমান (৩০) কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক সুজা মামুন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।