স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের ছাতক উপজেলার রাসনগর গ্রামে ভগবান শ্রীকৃষ্ণের ৫৩তম রাসলীলা আগামী ২৫ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে। শ্রী শ্রী কৃষ্ণের বসন্ত রাসলীলা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ রাসলীলা রাসনগর জগন্নাথ জিউ মন্দিরে অনুষ্ঠিত হবে। রাসলীলার আয়োজনের মধ্যে রয়েছে দুপুর ১২টায় মহাপ্রসাদ পরিবেশন, বিকেল ৩টায় আলোচনা সভা ও সংবর্ধনা, সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ১০টা থেকে ঊষালগ্ন পর্যন্ত শ্রীকৃষ্ণের বসন্তরাস। এরমধ্যে মহাপ্রসাদ পরিবেশন ও রাসলীলা জগন্নাথ জিউ মন্দিরে এবং বাকি অনুষ্ঠান মণিপুরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। রাসলীলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।