ছাতক প্রতিনিধিঃ ছাতক পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থী আলহাজ্ব অাব্দুল ওয়াহিদ মজনুর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফলে পৌরসভায় আওয়ামীলীগের একক প্রার্থী হয়েছেন আবুল কালাম।
শুক্রবার সকালে রিটার্নিং অফিসার সাদেকুল ইসলাম মনোনয়ন পত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। অগ্রনী ব্যাংক ছাতক শাখার এক কর্মকর্তা মেয়র প্রার্থী মজনুর বিরুদ্ধে ঋন খেলাপীর অভিযোগ এনে প্রশাসন বরাবরে আপিল করেন। এর প্রেেিত সুনামগঞ্জের জেলা প্রশাসক ও আপিল কর্তৃপ তার মনোনয়ন পত্র বাতিল করেন।
ছাতক পৌরসভা নির্বাচনে আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল কালাম চৌধুরী, বিএনপি মনোনীত প্রার্থী শামছুর রহমান শামছু ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু গত ৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র দাখিল করেন। ৫ ও ৬ ডিসেম্বর যাচাই-বাচাইয়ে ৩ মেয়র প্রার্থীরই মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা করেন নির্বাচন কমিশন।
শুক্রবার সকালে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সাদেকুল ইসলাম স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর মনোনয়ন পত্র বাতিল বলে জানান। ঋণ খেলাপীর গ্রান্টার থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। জানা যায়, অগ্রনী ব্যাংক ছাতক শাখা থেকে কয়েকজন গ্রাহকের ঋণের বিপরীতে তিনি গ্রান্টার ছিলেন। গ্রাহকরা ঋন পরিশোধ না করায় গ্রান্টার হিসেবে তাকে ব্যাংকিং আইনে ঋণ খেলাপী তালিকায় অন্তর্ভূক্ত করা হয়।
নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ঋণ খেলাপীরা নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হয়। যে কারনে আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর মনোনয়ন পত্র বাতিল করেন নির্বাচন কমিশন।