জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের ছাতক উপজেলায় একদিনে দুই মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ) পৃথক স্থানে একজন নারী ও অপর এক পুরুষের মৃত্যু হয়।
জানা গেছে, সকালে উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজারস্থ রামপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল আমিন (৪৮) গলায় দরি দিয়ে আত্মহত্যা করেন। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ছাতক থানার এসআই পংকজ দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক সম্মতিতে লাশ দাফন করা হচ্ছে
এদিকে উপজেলার কৈতকে সড়ক দূর্ঘটনায় পথচারী চন্দ্র মালা (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ কুপিয়া গ্রামের ওয়ারিছ আলীর স্ত্রী।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের কৈতক এলাকায় সিলেটগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে তাকে কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ থানায় রয়েছে। তাঁর আত্মীয় স্বজন আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিয়ে যাবেন। বাস থানায় জব্দ রয়েছে।