Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাতকে নির্বাচনী প্রচারণার গাড়ীতে হামলা, থানায় মামলা

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গোবিন্দগঞ্জে নির্মানাধীন হাসপাতালের পরিচালক আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে গণফোরামের এমপি প্রার্থী আইয়ুব করম আলীর নির্বাচনী লিফলেট সম্বলিত মাইক্রো গাড়ির উপর হামলা করলে চালকসহ দুজন কর্মী আহত হন।
এ ঘটনায় ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন বাদী আইয়ুব করম আলী।

জানা যায়, সোমবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দগঞ্জ তকিপুর গ্রামে নির্মানাধীন হাসপাতালের সামনে এ হামলায় নির্বাচনী লিফলেট সম্বলিত মাইক্রো গাড়ী ও গাড়ীর চালক শাহ মো.সিদ্দেক আলী, কর্মী মেহেদী আহমদ রনিকে মারপিটের ঘটনায় রাতেই ৬জনকে আসামী করে ছাতক থানার মামলা নং-৪ দায়ের করা হয়।

আসামীরা হলেন- তকিপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মমিন আহমদ (২৮), ফারুক আহমদের ছেলে ফয়সল আহমদ সুমন (৩৭), রাধানগর গ্রামের মৃত খুরশিদ খার ছেলে জাহির খা (৩৬), তকিপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে ইমরান আহমদ (২৪), তকিপুর গ্রামের আজিবুলের ছেলে আবু (৩৫), তকিপুর গ্রামের কনাই মিয়ার ছেলে মাসুম (২৬)। আরও ১০/১২জনকে অজ্ঞাত আসামী করা হয়।
ছাতক থানার ওসি শাহ আলম মামলা রুজুর বিষয়টা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতার চেষ্টা চলমান রয়েছে।

Exit mobile version