ছাতক প্রতিনিধি::
ছাতকে হাসপাতালে রোগী ভর্তিকে কেন্দ্র করে কর্মরত ডাক্তারকে লাঞ্চিত করা হয়েছে। সোমবার ভোরে ছাতক হাসপাতালের জরুরী বিভাগে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থল থেকে সোহাগ আহমদ নামের এক যুবককে আটক করে। সোহাগ শহরের পুরাতন কাস্টম রোড এলাকার মাসুক মিয়ার পুত্র।
জানা যায়, শহরের চরেরবন্দ এলাকার এক মহিলা রোগীকে হাসপাতালে ভর্তি নিয়ে কর্মরত ডাক্তার কবির আহমদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে রোগীর সাথে আসা সোহাগ আহমদ নামের এক যুবক। এক পর্যায়ে ডাক্তারকে শারীরিকভাবে লাঞ্চিত করে সোহাগ আহমদ। এ ঘটনায় ডাক্তার কবির আহমদ বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা (নং- ২) দায়ের করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামী সোহাগ আহমদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply