জগন্নাথপুর২৪ ডেস্ক::
ছাতক উপজেলার কৃষক রফিজ হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় দেন। দ-প্রাপ্তরা হলেন- ছাতক উপজেলার জহিরপুর গ্রামের মিজাজ আলীর ছেলে খানন মিয়া ও জগন্নাথপুর উপজেলার সাদীপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে আ. আজিজ। এঁদের ১০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদ-ে দ-িত করার আদেশ দেন আদালত। মামলার অপর ২ আসামি আ. আজিজ’এর স্ত্রী কমলা বিবি ও তার শালিকা কনা বিবিকে খালাস দেওয়া হয়েছে।
২০০০ সালের ১৭ মে পারিবারিক কলহের জের ধরে নিহত রফিজ মিয়ার ছেলে ও আসামী আ. আজিদ কথাকাটাকাটি’র এক পর্যায়ে ঝগড়ায় লিপ্ত হয়। এসময় নিহত রফিজ আলী এগিয়ে আসলে তাকে আসামীরা লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতাল নিয়ে গেলে সেখানেই তার মৃত্য ঘটে। পরদিন নিহত রফিজের ছেলে লিলু মিয়া বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন (ছাতক থানা মামলা নম্বর ১৪, জিআর ৮৩/২০০০)। পুলিশ মামলার তদন্ত শেষে ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
দীর্ঘ বিচারকার্য শেষে আদালত বুধবার এই মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।
দ- প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি খায়রুল কবির রুমেন।
আসামী পক্ষের আইনজীবী ছিলেন রবিউল লেইস রোকেস, রাষ্ট্রপক্ষে ছিলেন সোহেল মিয়া।