ছাতকে প্রতিনিধি
ছাতকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারকে সহায়তা দেয়া হয়েছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোরাম কবিরের নেতৃত্বে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম ক্ষতিগ্রস্তদের চাল, ডাল ও শীতবস্ত্র তুলে দেয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান বাউর গ্রামে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গ্রামের মৃত. আছদ্দর আলীর পুত্র শামছুদ্দিন, আইন উদ্দিন, ফজর উদ্দিন, সালাউদ্দিন ও আমিন উদ্দিনের বসতঘর ভষ্মিভূত হয়। অগ্নিকান্ডে ঘরের আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র যাবতীয় জিনিসপত্র পুড়ে গিয়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়। গ্রামের রোখজন আপ্রাণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। খবর পেয়ে শুক্রবার সকালে ক্ষতিগ্রস্তদের পাশে এসে সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।
এসময় সহকারী কর্মকর্তা (ভূমি) তাপস শীল, পিআইও মাহবুব রহমান, সহকারী কৃষি কর্মকর্তা আরিফ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহদাত মোহাম্মদ লাহিন, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, অ্যাড. সাহাব উদ্দিন, স্থানীয় আবু বক্কর সিদ্দিক, ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন, ইউপি সদস্য মুহিবুর রহমান জাহাঙ্গীর তালুকদার, গোলাম কিবরিয়া বাদল, সাবেক মেম্বার আজিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply