জগন্নাথপুর২৪ ডেস্ক::
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যে চেহারা শনাক্তকারী বা ফেসিয়াল রিকগনিশন অ্যাপ বন্ধ করতে যাচ্ছে, তাকে স্বাগত জানিয়েছে ফেসবুকের সাবেক প্রডাক্ট ডেভেলপার ফ্রান্সেস হাউগেন। সেই সঙ্গে ফেসবুকের এই অঙ্গীকার ধরে রাখার জন্য গৃহীত পদক্ষেপের বিষয়ে সরকারের তদারকি দরকার বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার এক ঘোষণায় চেহারা শনাক্তকারী অ্যাপ বন্ধের কথা জানিয়েছে ফেসবুক। আগে অ্যাপটির সাহায্যে ছবি ও ভিডিওর মাধ্যমে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে শনাক্ত করা হতো, যেখানে গোপনীয়তা রক্ষা করা সম্ভব হতো না। এই প্রযুক্তি নিয়ে চলমান উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে এই ঘোষণা দিল ফেসবুক। আর চেহারা শনাক্তকারী অ্যাপ ফেসবুকের জন্য হুমকি বলে মন্তব্য করেছে কর্মীরা।
এ বিষয়ে হাউগেন বলেছেন, ‘আমি এই বিষয়গুলোকে দৃঢ়ভাবে উৎসাহিত করি। তবে এই কাজগুলো বাস্তব রীতি অনুসরণ করে তা নিশ্চিত করার জন্য কিভাবে কাজ করে, সে বিষয়ে আরো স্বচ্ছতা থাকতে হবে।’
হাউগেন বলেন, ইংরেজি ছাড়া অন্যান্য ভাষায় ফেসবুকের বিষয়বস্তুর উন্নতি নিশ্চিত করতে ইউরোপেরও একটি বিশেষ ভূমিকা ছিল। তিনি বলেন, ‘ইউরোপের মতো একটি ভাষাগতভাবে বৈচিত্র্যময় স্থান সারা বিশ্বের অন্য যারা ইংরেজি বলতে পারে না তাদের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে। বাস্তবতা হলো ফেসবুক ইংরেজি ছাড়া অন্য সব ভাষার নিরাপত্তাব্যবস্থায় তুলনামূলক কম বিনিয়োগ করেছে।’