এনাম উদ্দিন স্পোর্টস ডেস্ক:: ইউরোপ সেরা ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় প্রত্যাশিতভাবে আছেন পর্তুগাল ও রিয়াল মার্দিদ তারকা সি আর সেভেন, যার হাতে ইউরোপ সেরা মুকুট উঠেছে একবার আর আছেন আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা লিওনেল মেসি, যার হাতে ইউরোপ সেরা মুকুট উঠছে ২ বার। কিন্তুু সংক্ষিপ্ত তালিকাতে নেইমার না থাকাটা ছিল সবচেয়ে বড় চমক!!! তালিকাটি তিনজনে নেমে আসবে ৫ আগস্ট। ২৫ আগস্ট মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের দিন জানা যাবে বিজয়ীর নাম।
ইউরোপ সেরা ১০ জনের সংক্ষিপ্ত তালিকা- সি আর সেভেন (পর্তুগাল ও রিয়াল মার্দিদ), লিওনেল মেসি (আর্জেন্টিনা ও বার্সেলোনা) জানলুইজি বুফফন (ইউভেন্তুস ও ইতালি), অঁতোয়ান গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ ও ফ্রান্স), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ ও জার্মানি), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ ও জার্মানি), মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ ও জার্মানি)।