চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষে পুলিশ-জনতার পারস্পারিক সেতু বন্ধন গড়ে তুলতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এ মতবিনিময় সভা ইউপি চেয়ারম্যান মো.আরশ মিয়ার সভাপতিত্বে ও সমাজসেবক শাহিদুল ইসলাম বকুলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরছালিন, থানার উপ-পরির্দশক এসআই মঈন আহমদ, এস.আই মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রাশীদ,সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, বর্তমান প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ, নারী ইউপি সদস্য সালমা বেগম, চমকতেরা বেগম, ইউপি সদস্য অনিল চন্দ্র দাস, আহমদ আলী, সাব্বির আহমদ, জামাল আহমদ, নুরুল হোসেন, লেবু মিয়া, এলাকার প্রবীণ মুরব্বী সোনা মিয়া, নুর মিয়া, হাজী গউছ মিয়া, আব্দুল মান্নান, হানিফ উল্লাহ, মনু মিয়া প্রমূখ। সভায় চুরি ডাকাতি প্রতিরোধে পুলিশ ও এলাকাবাসীর সমন্ধয়ে একযোগে কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করা হয়।