জগন্নাথপুর২৪ ডেস্ক::
রাশিয়া ও চীন কোনো সামরিক জোট গড়ছে না। তাছাড়া দেশ দুটির সামরিক সহযোগিতার মধ্যে কোনো লুকোচুরিও নেই। এমনটাই জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি তিনি দাবি করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা যেমন জোট গড়ে তুলেছিল, যুক্তরাষ্ট্রও ন্যাটোকে নিয়ে সেরকম জোট গড়ে তুলছে। এ খবর দিয়েছে আরব নিউজ।
খবরে জানানো হয়, রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্য দেন পুতিন। এসময় চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। গত সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর মস্কো সফরের মধ্য দিয়ে চীন-রাশিয়া সম্পর্ক নতুন অধ্যায়ে পা দিয়েছে। যদিও দুই দেশের সম্পর্ক গত কয়েক বছর ধরেই জোড়ালো হচ্ছিল। তবে ইতিহাসে দেশ দুটি এর আগে কখনও একে অপরের এত কাছে আসতে পারেনি।
এমন প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন, রাশিয়া ও চীনের মধ্যে হয়ত গোপন সামরিক সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। যদিও এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
তিনি বলেন, আমরা চীনের সঙ্গে কোনো সামরিক জোট প্রতিষ্ঠা করছি না। হ্যা, আমাদের মধ্যে সামরিক যোগাযোগ এবং সহযোগিতা রয়েছে। কিন্তু আমরা কিছু লুকাচ্ছি না। সবকিছু এখানে স্বচ্ছ এবং কোনো গোপন কিছু নেই এখানে।
পুতিন আরও বলেন, পশ্চিমা শক্তিগুলো এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো করে অক্ষশক্তি তৈরি করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির সঙ্গে জাপান ও ইতালি হাত মিলিয়ে অক্ষশক্তি তৈরি করেছিল। এখন যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা একই কাজ করছে বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট।
পুতিন এমন সময় পশ্চিমাদের সঙ্গে ঐতিহাসিক নাৎসি জোটের তুলনা করলেন যখন ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে এক জোট হয়ে অস্ত্র ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। রাশিয়া ইউক্রেনকে একটি নাৎসি রাষ্ট্র বলে আখ্যায়িত করে নিজের সামরিক অভিযানকে সঠিক বলে প্রমাণ করতে চায়। ইউক্রেনের নাৎসি সংগঠনগুলোর কারণে গোটা দেশটিকেই নাৎসি আখ্যা দিতে রুশ গণমাধ্যমগুলো বড় ভূমিকা রেখে চলেছে।
পুতিন আরও দাবি করেন, জাপান ও বৃটেনের মধ্যে যে নতুন সামরিক সম্পর্ক গড়ে উঠছে তার আসল উদ্দেশ্য হচ্ছে চীনের সামরিক শক্তিকে হুমকিতে ফেলা। চীন সাম্প্রতিক সময়ে রাশিয়ার ঘনিষ্ট বন্ধু হয়ে উঠেছে। যদিও দেশ দুটির মধ্যে সামরিক দিকে খুব বেশি ঘনিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।