Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চীনে ‘মুসলিম নিপীড়নে’র সমালোচনায় জাতিসংঘ

জগন্নাথপুর২৪,ডেস্ক::

শিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপর চীন যে অত্যাচার চালাচ্ছে তার সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাচলেট। পাশাপাশি হংকংয়ের রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপেরও প্রতিবাদ করেছেন তিনি। মিশেল বিবৃতিতে বলেছেন, এ বিষয়ে স্বাধীন একটি মূল্যায়ন প্রয়োজন।

তিনি আশা করছেন, শিনজিয়াং ভ্রমণে যেতে চীনের কর্মকর্তাদের সঙ্গে একটি চুক্তিতে পৌছাতে পারবেন।

এর আগে ২০১৯ সালে চীনের রাষ্ট্রদূত বলেন, চীন ভ্রমণে মিশেলকে সব সময় স্বাগত। কিন্তু সেই ভ্রমণের বিষয়ে দেশটি অনুমতি দিতে টালবাহানা করছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, শিনজিয়াং কর্তৃপক্ষ তাদের পুনঃশিক্ষা কর্মসূচির নামে সাম্প্রতিক বছরগুলোতে লাখ লাখ সংখ্যালঘু মুসলমানকে বিভিন্ন ক্যাম্পে আটক করে তাদের উপর ধর্মীয় নিপীড়ন চালিয়ে আসছে ও নানা হয়রানি করছে।

অন্যদিকে বেইজিং বলছে, এসব ক্যাম্পে আগতদের যে ‘বৃত্তিমূলক প্রশিক্ষণ’ দেওয়া হচ্ছে, তা শিনজিয়াংয়ে উগ্রবাদ ও বিচ্ছিন্নতাবাদ মোকাবেলার জন্য জরুরি।

কিন্তু মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে, এসব শিবিরে প্রেসিডেন্ট শি জিন-পিংয়ের প্রতি আনুগত্য প্রকাশ করে মুসলিমদের শপথ নিতে বাধ্য করা হচ্ছে। একইসাথে তাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে আত্মসমালোচনা করানো হচ্ছে।

শিনজিয়াংয়ে গত কয়েকবছর ধরে অব্যাহত সহিংসতা চলছে। চীন তার জন্য ‘বিচ্ছিন্নতাবাদী ইসলামি সন্ত্রাসীদের’ দায়ী করে থাকে।

Exit mobile version