স্টাফ রিপোটার:: FC চিলাউড়া কর্তৃক আয়োজিত ফুটবল খেলার ফাইনাল জগন্নাথপুর উপজেলার চিলাউড়া বাজার মাঠে বুধবার বিকেলে অনুষ্ঠিত হয় খেলায় FC চিলাউড়া বনাম ভবের বাজার স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। খেলাতে দেশি বিদেশী খেলোয়াড় অংশগ্রহণ করে
খেলায় ট্রাইব্রেকারে ৫-০ গোলে FC চিলাউড়া জয়লাভ করে।
খেলায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি সিদ্দিক আহমদ জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম বকুল আব্দুল জাব্বার নুর মিয়া চিলাউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জনাব সোনা মিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মন্নান মিয়া মাসুক মিয়া নুর মিয়া সাবেক মেম্বার আব্দুল মোত্তালিব ইউসুফ আলী লন্ডন প্রবাসী ইলিয়াস মিয়া এখলাকুর রহমান লুলু সাবেক মেম্বার আলতাফ আলী কদরিছ মিয়া আবু তাহের সাবেক মেম্বার মনু মিয়া লেবন মিয়া আব্দুল গফুর ছায়াদ মিয়া চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার আহমদ আলী ৩ নং ওয়ার্ডের মেম্বার বাবুল আহমদ ৪ নং ওয়ার্ডের মেম্বার ছাব্বির আহমদ ৫ নং ওয়ার্ডের মেম্বার জামাল উদ্দিন এবং সিলেট মহানগর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এনামুল হক লিলু সহ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ ও এলাকার বিশিষ্ট জনেরা্রে
উপস্থাপনা ছিলেন জগন্নাথপুর উপজেলা যুবদল এর যুগ্ন আহবায়ক বিশিষ্ট সেবক আবুল হাশিম ডালিম।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন দিলোয়ার হোসেন দিলু আব্দুল গাফফার রাফিক মিয়া দিলোয়ার হোসেন লিলু অলিউর রহমান অলি রাজু আহমেদ রাহিম আলী মামুন আহমদ লিলু মিয়া শামীম আহমদ তাজ উদ্দিন জুয়েল আহমদ হাসান মিয়া সুজাত মিয়া মোঃ মোজাহিদ মিয়া জাহেদ আলম রায়হান আহমদ ঝিনুক নাঈম আহমদ অনু মেজু জামাল হেরিছ মিজান শাহিন সুবায়েল আজুয়ান সালমান আব্দুল হাই মহন মিয়া রুবেল ছমির মিঠন মুরাদ মিয়া জাহাংগীর নাছির। খেলাতে ধারা ভাষ্যকার ছিলেন জুয়েল আহমদ ও চিলাউড়া কৃতিসন্তান FC সদস্য মোঃ নাজমুল ইসলাম রেজা। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন আনোয়ার হোসেন সাজু আবু কাওসার কবির আহমদ হিরা ।
খেলা শেষে উভয় দলের অধিনায়কের হাতে পুরুস্কার তুলে দেন জনাব সিদ্দিক আহমদ সহ উপস্থিত অতিথি বৃন্দ।
Leave a Reply