স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সৈয়দ আব্দুল কাশেম বলেছেন, খেলাধুলার মাধ্যমে যুবকরা সমাজের নৈতিক অবক্ষয়তা দূরিকরনে বিশেষ ভূমিকা রাখছে। তাই খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা অপরিহার্য। তিনি শুক্রবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর
ইউনিয়নের ছিলাউড়া স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বকুল, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলী ,জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ নেতা সৈয়দ আরিফ আহমদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আয়োজকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply