স্টাফ রিপোর্টার::
আসন্ন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারমজান পদে দলীয় প্রার্থী বাচাই সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় চিলাউড়-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় নের্তৃমূলের নেতাকর্মীরা দলীয় মনোনয়ন প্রত্যাশি চারজনের নাম প্রস্তাব করেছেন। তাঁরা হলেন, বর্তমান চেয়ারম্যান আরশ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর ও যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল মোমিন।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,সভায় দলীয় নেতাকর্মীদের প্রস্তাবিত চারজনের নাম আমরা উপজেলা কমিটির নিটক হস্তান্তর করব।
Leave a Reply