সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার ১১টায় স্থানীয় চিলাউড়া বাজারে সম্মেলনের অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এদিকে সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। দায়িত্বশীল পদে স্থান পেতে চলছে লবিং।
এবার সভাপতি পদে দুইজনের নাম শুনা যাচ্ছে। তাঁরা হলেন বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর ও কদরিছ মিয়া। এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আলাউদ্দিন ও ইউপি সদস্য জুয়েল মিয়ার নাম শুনা যাচ্ছে।
২০১৪ সালে আব্দুল গফুরকে সভাপতি ও আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির অনুমোদন দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক আকমল হোসেন।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকেবলেন, সম্মেলন সফল করতে ইতিমধ্যে আমরা সবধরণের প্রস্তুুতি গ্রহণ করেছি।