Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চার্জে রেখে কথা বলতে গিয়ে মুঠোফোন বিস্ফোরণে তরুণীর মৃত্যু!

জগন্নাথপুর২৪ ডেস্ক ::ভারতে ওড়িশ্যা রাজ্যের খেরিয়াকানি গ্রামে উমা ওরাম (১৮) নামের এক তরুণী কথা বলার সময় মুঠোফোন বিস্ফোরণে প্রাণ হারালেন।

জানা গেছে, দুপুরের খাবার শেষে উমা মুঠোফোনে কল করতে গিয়ে দেখেন চার্জ নেই। তিনি এটি চার্জে দিয়ে একজনের সাথে কথা বলা শুরু করলে ফোনটি বিস্ফোরিত হয়। তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যদিও এরআগে বিশ্বের বিভিন্ন স্থানে মুঠোফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইফোন, স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এবার অনলাইনে প্রকাশিত ছবি অনুযায়ী, ফোনটিতে নকিয়া লোগো দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এটি নকিয়া-৫২৩৩ মডেলের ফোন। এই মডেলটি প্রথম ২০১০ সালে বাজারে আসে। এতো পুরাতন মডেলের ফোন কী কারণে বিস্ফোরিত হল, তা এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে, ফোনটির ব্যাটারি উত্তপ্ত হয়ে বিস্ফোরণ ঘটেছে। সূত্র: মিরর।

Exit mobile version