বিশেষ প্রতিনিধি:: জগন্নাথপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ ভোট সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একাটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন সকল প্রস্তুুতি শেষ করেছে। উপজেলার ছয়টি ইউনিয়নের চারিদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিটি কেন্দ্রে সাজ সাজ রব। গভীর রাত অবধি এরিপোর্ট লেখাকালীন সময় রাত দেড়টায় ভোটার সমর্থকদের প্রতিপক্ষের ওপর নজরদারি করতে দেখা গেছে। অবাধ সুষ্ঠ নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রেগুলোতে বাড়তি নিরাপত্তা রয়েছে। আট জন ম্যাজিষ্ট্রেটের নের্তৃত্বে র্যাব,বিজিবি স্টাইকিং ফোর্স হিসেবে প্রতিটি কেন্দ্র এলাকায় টহল দিবে। প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ অফিসার,৫জন পুলিশ কনস্টেবল ও ১৬ জন আনসার দায়িত্বে থাকবে। ছয় ইউনিয়নে ৬৪ কেন্দ্রের মধ্যে ৩১টি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দেখছেন প্রশাসন। কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট গ্রহন নিশ্চিত করতে পুলিশ প্রশাসন পুরোপুরি প্রস্তুুত। উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন নির্বাচনের প্রধান সমন্ধয়ক মোহাম্মদ হুমায়ুন কবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসন পুরোপুরি প্রস্তুুত রয়েছে। আমরা দৃঢ় আশাবাদী একটি সুন্দর সুষ্ঠ নির্বাচন সকলের সহযোগীতায় সম্পন্ন করতে।
Leave a Reply