স্টাফ রিপোর্টার:: মাদ্রাসার সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার কারণে মাদ্রাসা থেকে এক শিক্ষাথী নিখোঁজ হওয়ার ঘটনার অভিযোগ পাওয়া গেছে। পরে দক্ষিন সুরমা থানা পুলিশ তাকে উদ্ধার করেছে। নিখোঁজ হওয়া শিক্ষাথী জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই পাড়ুয়াবাড়ি গ্রামের আতিউর রহমানের ছেলে সাজিদুর রহমান(১২) স্বজনরা জানান, সাজিদুর রহমান বেশকিছুদিন ধরে চাংভরাং শাহ চাঁন শাহ কালু মাদ্রাসায় পড়ার সুবাদে সেখানে হোষ্টেলে অবস্থান করছিল। শনিবার রাত ৯টায় আকস্মিকভাবে মুঠোফোনে কল করে বাড়িতে জানায় সে কীভাকে কোথায় এসেছে কিছু বলতে পারছেনা। খবর পেয়ে পরিবারের লোকজন অস্থির হয়ে পড়েন। পরে স্থানীয় এক লোক তাকে সিলেটের দক্ষিন সুরমা ফুল কলির কাছে পাওয়া গেছে বলে জানান। পরে দক্ষিন সুরমা থানার এস,আই রিপন দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এঘটনায় সাজিদুর রহমানের স্বজনরা মাদ্রসার দায়িত্বপ্রাপ্তদের অবহেলা ও গাফিলাতির কারণে এমন ঘটনা ঘটেছে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন।