Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চাঁদ দেখা গেছে, রোববার লন্ডন, সৌদিসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হবে

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’। দীর্ঘ এক মাস সীয়াম সাধনার পর বিশ্ব মুসলিম উম্মাহর দরবারে ঈদের খুশির বার্তা নিয়ে এলো ঈদ। পবিত্র ঈদের খুশি ধনি,গরীব সবার জীবনে নিয়ে আসুক একফালি সুখ, শান্তি ও সমতার বার্তা।
আগামীকাল রোববার ২৫ জুন ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ‘ঈদুল ফিতর’ উদযাপন করা হবে। সৌদিআরবসহ বিশ্বের কয়েকটি মুসলিম দেশে ঈদের চাঁদ দেখার খবর নিশ্চিত করেছে মেইনস্ট্রিম সংবাদ মাধ্যম ‘আলজাজিরা’।
লন্ডনের বিভিন্ন মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিলেতের জনপ্রিয় অন লাইন পত্রিকা ‘লন্ডনবিডিনিউজ২৪’এর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানো হয়েছে।

Exit mobile version