জগন্নাথপুর২৪ ডেস্ক::
আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাসচালক সুমন। অন্য ৫ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট শাহাজাদী তাহামিদা শনিবার এই আদেশ দেন। পুলিশ জানিয়েছে, রিমান্ডপ্রাপ্ত ৫ আসামি হলেন চালকের সহকারী আনোয়ার, মো. আরিয়ান, সাজু, সোহাগ ও সাইফুল ইসলাম।
এই ৫ আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নিয়ে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওদিকে ধর্ষণের শিকার তরুণীর মেডিকেল পরীক্ষা শেষ হয়েছে। দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ওই তরুণীর মেডিকেল পরীক্ষা হয়।
শুক্রবার দিবাগত রাতে আশুলিয়ায় চলন্ত বাসে ধর্ষণের শিকার হন ওই তরুণী। শনিবার সকালে তিনি আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।
Leave a Reply