জগন্নাথপুর২৪ ডেস্ক::
নির্বাচন কমিশন যেহেতু গঠন হয়ে গেছে তাই আর বিলম্ব না করে চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, ফলে বিলম্ব না করে এই বছরের জুলাই-আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ বিলম্ব হচ্ছে, সমস্যা বাড়ছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকারের নির্বাচনের কোনো প্রশ্নই আসে না। দেশবাসী তাকিয়ে আছে সংসদ নির্বাচনের দিকে।
সুত্র আমার দেশ