Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চট্টগ্রামে লাইটার জাহাজ ডুবি, নিখোঁজ ৫ নাবিক

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকার বোঝাই ‘এম ভি টিটু-১৪’ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজটিতে থাকা ৮ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ৫ জন। আজ শনিবার ভোরে জাহাজটি ডুবে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, নিখোঁজ সাত নাবিককে উদ্ধারে কোস্টগার্ড এবং ডুবে যাওয়া লাইটার জাহাজ উদ্ধারে বন্দরের উদ্ধারকারী জাহাজ টাগবোর্ট কাজ করছে। লাইটার জাহাজটি মাদার ভেসেল থেকে সিমেন্ট ক্লিংকার বোঝাই করে এসে বহির্নোঙরে অবস্থান করছিল। তবে কি কারণে লাইটার জাহাজটি ডুবে গেছে এবং এতে কি পরিমাণ পণ্য ছিল সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

তিনি আরও জানান, নিখোঁজ ৮ জন নাবিকের ৩ জনকে ছয় ঘন্টা পর উদ্ধার করা হয়। ৫ জন এখনো নিখোঁজ রয়েছে।

 

Exit mobile version