জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: স্ত্রী যখন ঘুমিয়ে থাকতেন তখন তাকে ধর্ষণ করতেন স্বামী। সেই ভিডিও তুলে রাখতেন ফোনে। সেই ভিডিও দেখেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন স্ত্রী। তার অভিযোগের ভিত্তিতে ওই যুবককে ৯ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে যুক্তরাজ্যের নিউ ক্যাসল ক্রাউন কোর্ট।
পুলিশের কাছে বিবৃতিতে স্ত্রী জানান, চলতি বছরের মার্চ মাসে স্বামী বাড়িতে ফোন ফেলে চলে গিয়েছিলেন। তখনই তার ফোনে কিছু ভিডিও দেখে তার স্ত্রী আবিষ্কার করেন, কী ভাবে স্বামী দিনের পর দিন তার উপর যৌন নির্যাতন চালিয়েছেন।
স্ত্রীর অভিযোগ স্বীকার করে নিয়েছেন স্বামীও।
নয় বছরের কারাদণ্ড ও সেক্স অফেন্ডার রেজিস্টারে স্বাক্ষর করার নির্দেশ দিয়ে বিচারপতি ঘোষণা করেন, ‘অভিযুক্ত ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭-র মার্চের মধ্যে ঘুমন্ত স্ত্রীর সঙ্গে যৌনসংসর্গ করেছেন। তার স্ত্রী সেই সময় গভীর ঘুমে ছিলেন বলে অনুমতি দেওয়ার মতো পরিস্থিতিতে ছিলেন না। তাই এটা বৈবাহিক ধর্ষণ।’