ডেস্ক::ঘরে বসেই সিমকার্ড পুনঃনিবন্ধন করা যাবে। তারা ম্যাসেজ কাজটি করতে পারবেন। এ বিষয়ে গ্রাহককে নির্দেশনা দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। টেলিযোগাযোগ বিভাগের জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও টেলিটকের সিম নিবন্ধনের জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, পূর্ণ নাম লিখে ১৬০০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। আর সিটিসেলের গ্রাহকেরা এসএমএস অপশনে গিয়ে ক্যাপিটাল লেটারে U লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, পূর্ণ নাম লিখে ১৬০০ নম্বরে পাঠাবেন। ফিরতি এসএমএসে ‘Your request has been accepted, Thank you for the information’ লেখা আসবে। এরপরে আরেকটি ফিরতি এসএমএসে গ্রাহককে জানিয়ে দেওয়া হবে সিম সঠিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা। এসএমএসের জন্য কোনো চার্জ কাটা হবে না। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১২ সালের আগে কেনা মোবাইল সিমের বিপরীতে বিভিন্ন তথ্য (জাতীয় পরিচয়পত্রের নম্বর, বাবা-মায়ের নাম ইত্যাদি) চেয়ে ১৫ অক্টোবর থেকে সংশ্লিষ্ট গ্রাহককে এসএমএস পাঠানো শুরু হয়েছে, যা ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।