1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
গ্রেটার সিলেট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল এর সভা ঘঊঈ অনুষ্টিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

গ্রেটার সিলেট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল এর সভা ঘঊঈ অনুষ্টিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ৩৫২ Time View

আমিনুল হক ওয়েছঃ- গত ১৫ই অক্টোবর গ্রেটার ম্যানচেষ্টার এর স্থানীয় একটি হলরুমে দুপুর ১২ ঘটিকায় গ্রেটার সিলেট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল এর ঘঊঈ সভা অনুষ্টিত হয়। সংগঠনের চেয়ারম্যান নুরুল ইসলাম মাহবুব এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ একিউ এম কায়ছারের পরিচালনায় শুরুতে পুবত্র কোরআন থেকে আশরাফ আহমদ, স¦াগত বক্তব্য রাখেন চেয়ারম্যান নুরুল ইসলাম মাহবুব, এডঃ মীর গোলাম মোস্তফা-সাধারন সম্পাদক গ্রেটার সিলেট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল নর্থ ওয়েষ্টরিজিওন, এতে বক্ত্য রাখেন এম এ আজিজ, সৈয়দ আবু সাইদ আহমদ, ব্যারিষ্টার আতাউর রহমান, মির্জা আছাব বেগ, হারুন রশিদ, মইনুল আমিন বুলবুল, ফয়জুর রহমান, ব্যারিষ্টার আঃ মজিদ তাহের, শাহজান তরফদার, খসরু খান, খন্দকার আঃমছবির এম.বি. ই, মনসুর আলী, রকিব শিকদার, ডাঃ মুজিব, সৈয়দ মুজিবুর রহমান প্রমোখও। উক্ত সভায় সংগঠনের আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সংগঠনকে গতিশিল করবার জন্য সবাইকে এক হয়ে কাজ করার জন্য সবার প্রতি আহবান করা হয় এবং বৃহত্বও সিলেট এর জন্য তথা বাংলাদেশের গরিব মেহনতী মানুষের জন্য কিভাবে সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করা যায় সে দিকে এগি যাওয়ার জন্য বক্তাগত আহবান করেন। এবং বর্তমানে বাংলাদেশে বার্মার র্নিজাতিত রুহিঙ্গার শরনার্থীদেও জন্য পরিকল্পনা গ্রহন করার জন্য সাবার প্রতি বিনীত অনুরুদ করা হয়। উক্ত সভায় আরও যারা উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল নর্থ ওয়েষ্টরিজিওন চেয়ারম্যান নজমুল ইসলাম, শেকুল ইসলাম, রুহুল আমিন রুহেল, ডি, এন কুরেশী, রুহুল আমিন চৌঃ মামুন, মদরীছ, আলী, আব্দুরশিদ শেকুল, ফয়ছল আহমদ, ফয়জুল হক জুয়েল প্রমুখও। সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয় যে আগামীতে সুষ্ট সুন্দন একটি কমিটি নিয়ে আসার জন্য কাজ কার এবং সংগঠনকে আরও গতিশীল করা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com