আমিনুল হক ওয়েছ, যুক্তরাজ্য থেকে :: যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি,বীর মুক্তিযুদ্ধা গ্রেটার ম্যানচেষ্টা আওয়ামীলীগের সভাপতি জনাব সাজ্জাদ খাঁন, গ্রেটার ম্যানচেষ্টা আওয়ামীলীগের সহ সভাপতি সদ্য প্রয়াত জনাব সৈয়দ উসমান আলী মুটুক মিয়া ও সাবেক সাধারন সম্পাদক জনাব হাফিজুর রহমানের স্বরনে এক স্বরন সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ৩০শে আগষ্ট রোজ বোধবার দুপুর ১ঘটিকার সময় স্থানীয় একটি হলে। যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেষ্টার সভাপতি জনাব ছুরাবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এডঃমীর গোলাম মোস্তফার পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠকরেন আবুতাহের, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন গ্রেটার ম্যানচেষ্টার প্রবিণ মুরুব্বী কবির আহমদ এম বি ই,জে পি, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেষ্টার শাখার সাবেক সভাপতি স্যার এনামমল ইসলাম, এতে বক্ত্য রাখেন গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ হাউসের চার বারের সাবেক চেয়ারম্যান মইনুল আমিন বুলবুল, গৌছ মিয়া, মাহমুদুর রহমনি বুলু, সাইকুল ইসলাম, সাংবাদিক ফারুক যোষী, ফারুক আহমদ এমবি ই, জেপি, রুহুল আমীন রুহেল, রুহুলাইমন চৌঃ মামুন আব্দুর রশিদ শেকুল, সাংবাদিক মিজানুর রহমান, বিলাল আহমদ, খাইরুল ইসলাম লিবারপুল আওয়মীলীগ এর সহভাপতি, ওল্ডহাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হান্নান মিয়া, সাধারন সম্পাদক মোফাজ্জল খান, হাইড আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক সুরুত মিয়া, এটিয়েশ লুকমান, জসিম আহমদ, ফয়ছল আহমদ, সুরুজ জামান, হাইড বাংলাদেশ ওয়েল ফেয়ার এর চেয়ারম্যান নাসির খান সুয়েব, ফারুক মিয়া, শাহ তুফায়েল আহমদ, আমিনুল হক ওয়েছ, ফয়জুল হক জুয়েল, ইকবাল তালুকদার, আবুল বশর, রফিকুল ইসলাম, শহীদুল ইসলাম, মশিউর রহমান, বাহার মোঃ আবুল বশর, আক্তার হোসেন প্রমুখও। বক্তাগত প্রয়াত ব্যক্তিদের স্মৃতিচারন করে বলেন আমরা আমাদের গুনিজনদের হারিয়ে এই সমাজে কেমন জেন একা হয়ে যাচ্ছি, তারা বলেন আমাদের সকলকে এই গুনি জনজের পথধরে চলতে হবে। প্রয়াত সাবর আত্তার মাগফিরাত কামনা করে মৌলানা ফখরুল হাসান রুতবা দোয়া পরিচানার করেন।
Leave a Reply