যুক্তরাজ্য প্রতিনিধি:: গ্রেটার ম্যানচেষটার বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে গতকাল সোমবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষ্যে সংগঠনের চেয়ারম্যান আবু নাসের ওয়াবের সভপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ডি এন কোরাইশির পরিছালনায আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির ছিলেন মৌলভীবাজার ও রাজনগর এর সাংসদ এবং জাতীয় সংসদের প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন । বিশেষ অতিথি ছিলেন ম্যানচেষটার বাংলাদেশ দুতাবাসের সহকারী হাইকমিশনার আবু নাসের মো: আনোয়ারুল ইসলাম। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন ময়নুল আমীন বুলবুল,সৈয়দা সানজিদা সারমিন,রুহুল আমীন রুহেল । দোয়া পরিচালনা করেন মাওলানা খাইরুল হুদা খান ।এবং সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ।
অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরান তিলাওয়াত করেন মাওলানা আব্দুল মালিক মহসীন।
সভায় বক্তারা প্রবাসীদের অবদান ও অর্জনের আলোকপাতের পাশাপাশি আরো বেশি সামাজিক ও মানবিক কাজের প্রত্যাশা ব্যাক্ত করেন | বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত এবং সুস্বাদু ইফতারের মধ্য দিয়ে বিপুল সংখ্যক মানুষের এই অনুষ্টানটি সফলভাবে শেষ হয় |