জগন্নাথপুর২৪ ডেস্ক::
গ্রীসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জগন্নাথপুর উপজেলার জয়নগর গ্রামের কওছর উদ্দিন। তিনি উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন।
গত ২১ জুলাই (বৃহস্পতিবার) গ্রিসের অ্যারিস্টিনো-আন্থিয়া প্রাদেশিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার দিন (২১ জুলাই) থেকে নিখোঁজ ছিলেন কওছর উদ্দিন। পরে ওই দুর্ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হন স্বজনরা।
গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (শ্রম) বিশ্বজিত কুমার পাল গণমাধ্যমে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
জানা গেছে, অবৈধভাবে চার বাংলাদেশিকে নিয়ে যাওয়ার সময় অ্যারিস্টিনো-আন্থিয়া প্রাদেশিক সড়কে দুর্ঘটনাকবলিত হয় একটি গাড়ি। আর এই গাড়িতে ছিলেন কয়ছর। এছাড়া চালক ও বাকি তিন যাত্রীও এ সময় আহত হন।