1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
গ্রিসে যাওয়ার পথে সুনামগঞ্জের ৩ তরুণের মৃত্যু - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

গ্রিসে যাওয়ার পথে সুনামগঞ্জের ৩ তরুণের মৃত্যু

  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:;
খবর শুনার পর থেকেই বার বার মুর্ছা যাচ্ছিলেন মা ফাতেমা বেগম। কোনভাবেই শান্তনা দেওয়া যাচ্ছে না তাকে। কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এসেছেন তাকে। ওখানে এসেও ছেলের জন্য আহাজারি থামেনি এই মায়ের। তুরস্ক থেকে অবৈধভাবে নৌকা যোগে গ্রিস যাবার পথে প্রাণ হারানো সুনামগঞ্জের সাইফুরের মায়ের (ফাতেমা বেগম) এমন অবস্থা দেখে শনিবার সুনামগঞ্জ সদর হাসপাতালেও হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। জেলার শান্তিগঞ্জের পাথারিয়া গ্রামের সাইফুর রহমান (২২) মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় তুরস্ক থেকে গ্রীস যাবার পথে মারা গেছেন বলে পরিবারের লোকজন জেনেছেন।
সাইফুরের বাবা আব্দুল জাহিদ দুবাই প্রবাসী। মাসখানেক আগে শান্তিগঞ্জের উক্তিরপাড় গ্রামের তুরস্ক প্রবাসী রুহুল আমিনের মাধ্যমে ছেলেকে গ্রিস পাঠানোর ব্যবস্থা করেন বাবা।
আব্দুল জাহিদের ভাই রফিক মিয়া জানান, পাশের গ্রামের রাশেদ মিয়ার কাছে তিন লাখ টাকা দিয়ে ভাতিজা সাইফুর রহমানকে গ্রিসে পাঠানোর ব্যবস্থা করেন। ওখানে পৌঁছানোর পর আরও টাকা দেবার কথা ছিল।
মাস খানেক আগে ওমান থেকে ইরান এবং ইরান থেকে তুরস্ক গেছে সাইফুর। সোমবার রাত ১২ টা ৫ মিনিটে তুরস্ক থেকে গ্রিসের উদ্দেশ্যে পাঠানো হয় সাইফুরদের। মঙ্গলবার রাতে একজন ফোন দিয়ে জানায়, ওদের নৌকা সাগরে ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনা ঘটেছে। এই খবর পেয়ে ছেলেটির মা বার বার মুর্ছা যাচ্ছেন।
তিনি জানান, ৫ ছেলে মেয়ের বড় সাইফুর সকলের আদরের ছিল। ছেলেটির মরদেহ পেলেও শান্তি পেতেন তারা।
একই দুর্ঘটনায় মারা গেছেন দিরাইয়ের কর্ণগাঁওয়ের জুনেদ মিয়া। লাল মিয়া ও সোনারা বিবির ৭ সন্তানের এক সন্তান জুনেদ মিয়া (২২) কে টুক দিরাইয়ের দালাল এনামুল হকের মাধ্যমে সাড়ে ১০ লাখ টাকায় গ্রিসের উদ্দেশ্যে পাঠান তারা। দুই মাস আগে সে বাড়ি ছেড়েছে।
বাবা লাল মিয়া বললেন, দুই দিন আগে তুরস্কে থাকা একজন আত্মীয় ফোন দিয়ে জানিয়েছে, তাদের বহনকারী নৌকা ঝড়ের কবলে পড়েছে। ছেলেটি জীবিত আছে কি না, এখনো জানি না আমরা।
একই দালালের মাধ্যমে গ্রিসে যাবার উদ্দেশ্যে ডিসেম্বরে দিরাইয়ের সাকিতপুরের ফুল মিয়া সর্দার ও সাবানা আফসা বিবির ছেলে জনি সর্দার (৩৫) বাড়ি ছাড়ে । দুবাই থেকে ইরান এবং ইরান থেকে তুরস্ক যায় জনি। ওখান থেকে গ্রিসে যাবার পথে দুর্ঘটনায় পড়ে সেও।
ফুল মিয়া জানান, তার ছেলে গ্রিসে পাঠানোর জন্য টুক চানপুরের এনামুল হক এনামকে চার দফায় ১০ লাখ ৩০ হাজার টাকা দিয়েছেন তিনি।
তিনি জানান, এনামুল হকের সঙ্গে তারা যোগযোগ করেছিলেন। সে জানিয়েছে, তার ছেলে হাসপাতালে আছে, মারা যায় নি। কিন্তু তার কথা বিশ্বাস হচ্ছে না তাদের। দুশ্চিন্তায় পড়ে তিনি এবং তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান ফুল মিয়া।
দালাল এনামুল হকের ফোন ও হোয়াটসঅ্যাপে অনেক চেষ্টা করলেও সে রিসিভ না করায় তার বক্তব্য জানা যায় নি।

সৌজন্যে সুনামগঞ্জের খবর 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com