জগন্নাথপুর২৪ ডেস্ক::
গ্রিসের উত্তরাঞ্চলে একটি শরণার্থীবাহী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার গ্রিসের কাভালা শহরের বাইরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই তুরস্ক সীমান্ত থেকে আসা শরণার্থী। খবর সিনহুয়ার।
স্থানীয় পুলিশ জানায়, শরণার্থী বহনকারী ওই গাড়িটি গ্রিসের উত্তরে থেসালোনিকি এলাকার দিকে যাচ্ছিল।
আর বিপরীত দিক থেকে আসা ট্রাকটি যাচ্ছিল কাভালা শহরের দিকে। পথিমধ্যে ট্রাক ও গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়ি দুটিতে আগুন ধরে যায়।
তবে ট্রাকচালক আগুন থেকে রক্ষা পেয়েছেন। পরে পুলিশ গাড়িটির ভেতর থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করেছে। গ্রিস সরকার জানায়, এ বছর তুরস্কের সীমান্ত দিয়ে কমপক্ষে ১২ হাজার শরণার্থী গ্রিসে অনুপ্রবেশ করেছেন।