স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেছেন, বর্তমান সরকার গ্রামীণ জনপথের ভাগ্যন্নোয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামীলীগের শাসনামলে গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রার মানন্নোয়ন হয়েছে। এই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সবাইকে শেখ হাসিনার নের্তৃত্বে অবিচল থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আগামী ইউনিয়ণ পরিষদ নির্বাচনে দলের পক্ষ থেকে ত্যাগী,পরিক্ষিত ও সবারকাছে গ্রহনযোগ্য ব্যক্তিকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হবে। দলের স্বার্থে সবাইকে তা মেনে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বৃহস্পতিবার বিকেলে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গোপরাপুর বাজারে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আব্দুল মজিদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামীলীগ নেতা ফররুখ আহমদ, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রমুখ।