জগন্নাথপুর২৪ ডেস্ক::
ভয়াবহ দাবানলে হুমকির মুখে পড়েছে নিউজিল্যান্ডের একটি গ্রাম। শনিবার গ্রামটির প্রায় সকল লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।
দমকলবাহিনীর কর্মীরা জানান, পরিস্থিতি খুবই ভয়াবহ। এ অবস্থায় গ্রাম রক্ষার বিষয়টি ‘সৃষ্টিকর্তার হাতে’ ছেড়ে দিয়েছেন তারা।
জানা গেছে, ভয়াবহ দাবানলের কারণে গ্রামটির বাড়িঘরগুলো সংকটের মুখে পড়েছে। তিন হাজারেরও বেশি লোককে নিরাপদস্থানে সরিয়ে নেয়ার পাশাপাশি জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলটি ভয়ঙ্কররূপ ধারণ করে ধেয়ে আসছে।
ইতোমধ্যে দাবানলে প্রায় ২ হাজার ১শ’ হেক্টর বনভূমি পুড়ে গেছে।
এদিকে দমকল বাহিনীর প্রধান জানিয়েছেন, রোববার দাবানলটি ভয়াবহরূপ ধারণ করতে পারে।
সূত্র : এএফপি