জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রাজধানীর গেন্ডারিয়ায় টিনসেটের একটি বাড়িতে গ্যাসের চুলার লিকেজ বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন।
বুধবার ভোর পৌনে ৫টার দিকে গেন্ডারিয়াযর ঢালকানগর এলাকার ৫৭/বি নম্বর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আলেয়া বেগম (৬৫), তার দুই মেয়ে শাহনাজ (৩৫) ও শাহীদা বেগম (৩০), দুই জামাতা আলী আকবর (৫০) ও শরিফুল ইসলাস (৩৫), নাতনি শরিফা (১৩) এবং নাতি শুভ (৮)।
দগ্ধদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শ্যামপুর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, বুধবার ভোরে দুই রুমের ওই বাসায সবাই ঘুমিয়ে ছিলেন। এসময় গ্যাস লাইনের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে তারা সবাই দগ্ধ হন। খবর পেয়ে ঘটনার পরপরই তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।