Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

গুগল ম্যাপে দেখলেন স্ত্রীর পরকীয়ায় মত্ত

জগন্নাথপুর২৪ ডেস্ক::.

পরকীয়ায় ব্যস্ত স্ত্রী। ধরা পড়লেন ছোট্ট একটি ভুলে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, প্যারগুয়ের বাসিন্দা এক ব্যক্তি সম্প্রতি স্ত্রীকে ডির্ভোস দিয়েছেন। কারণ, তিনি নিজের স্ত্রীকে একটি অন্য ব্যক্তির সঙ্গে দেখেন। তার পরেই ডির্ভোসের সিদ্ধান্ত নেন তিনি।

জানা গিয়েছে, ওই ব্যক্তি গুগল ম্যাপে চেক করেছিলেন। প্যারাগুয়ের ভ্রমণস্থলগুলির মধ্যে অন্যতম একটি হল লিমা। সেখানেই যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু গুগল ম্যাপে ট্রাফিক আপডেট দেখতে গিয়েই চোখ কপালে ওঠে তাঁর।

গুগল ম্যাপে ট্রাফিক সিগন্যালের ছবি দেখা যায় ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল থেকে। ওই ব্যক্তি সেই ছবি দেখতে গিয়েই নিজের স্ত্রীকে দেখতে পান।

এক ব্যক্তি তাঁর স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে রয়েছে, এমনটা দেখতে পান তিনি। এর পরেই তিনি ডির্ভোসের সিদ্ধান্ত নেন।

Exit mobile version