Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

গুগলে চাকুরী পেলেন শ্রীমঙ্গলের ছেলে টি এইচ রাসেল সিংহ

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন ও প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে চাকরি পেয়েছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ছেলে টি এইচ রাসেল সিংহ। গুগলের বাংলাদেশ অফিসে প্রজেক্ট ম্যানেজার হিসেবে তিনি কাজ করবেন।

জানা গেছে, টি এইচ রাসেল সিংহ শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৮ এস এস সি ও শ্রীমঙ্গল সরকারী কলেজ থেকে এইচ এস সি পাশ করেন এবং ডিফোডিল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি থেকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং পাশ করেন। গত ১ আগস্ট গুগল থেকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয় তাকে। রাসেল শ্রীমঙ্গল উপজেলার রামনগর মণিপুরী পাড়ার মৃত টি এইচ রাজকুমার সিংহ ও টি এইচ ফাজতম্বী দেবী’র ছেলে ।

রাসেল গুগলে চাকরির আগে ডিরেক্টর আল্টা স্পিড বিডি লিমিটেড ও ডেপুটি ম্যানেজার স্টারগেট কমিউনিকেশন লিমিটেডসহ অসংখ্য প্রতিষ্ঠানে কাজ করে।

টি এইচ রাসেল সিংহ বলেন, স্বপ্নের একটি প্রতিষ্ঠান গুগল। সেখানে যেতে পারছি এটা অনেক বড় পাওয়া। আমার অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না। সব মিলিয়ে অনেক ভালো লাগছে।

পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি গরীবের সন্তান। অনেক কষ্ট করে লেখা পড়া করেছি। আমার বাবা ও মায়ের প্রতি সবসময় কৃতজ্ঞ।

রাসেল সিংহ বলেন, আমিসহ তিন ভাই বোন,আমি সবার বড়। আমার বাবা মারা যান ২০১৮ সালে। আমার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে।

Exit mobile version