জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::ছেলের গায়ের রং ফর্সা। আর সে কারণেই আড়াই মাসের শিশুসন্তানকে খুন করার অভিযোগ উঠল শেখ ফিরোজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
ঘটনাটা ঘটেছে সোমবার পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার বজবজ পুরসভার ১১ নং ওয়ার্ডে।
সংবাদ প্রতিদিনের খবরে জানানো হয়, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল শেখ ফিরোজের। এর মধ্যেই একটি শিশুসন্তানের জন্ম দেন ফিরোজের স্ত্রী। কিন্তু ঝামেলা কমার পরিবর্তে দিন দিন আরও বাড়তে থাকে। এমনকী শিশুপুত্রকে খুন করার হুমকিও দেয় ওই ব্যক্তি।
তার মতে,সন্তানের গায়ের রং তার গায়ের রংয়ের সঙ্গে মিলছে না। আর তাই এ সন্তান তার নয়। এদিন সকালে ঘুম থেকে উঠেই ফিরোজের স্ত্রী দেখেন,পাশে শুয়ে থাকা সন্তান নড়াচড়া করছে না। পরে দেখা যায়,সে মারা গিয়েছে।
শিশুটির গলার কাছে রয়েছে ক্ষতের চিহ্ন। এরপরই শিশুটির মা তার স্বামীর বিরুদ্ধে সন্তানকে খুনের অভিযোগ করেন।
ঘটনার পরই গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
ইতিমধ্যে শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারপরই জানা যাবে শিশুটির মৃত্যু কীভাবে হয়েছে। শারীরিক অসুস্থতা নাকি পরিকল্পনামাফিক খুন, ময়নাতদন্তের রিপোর্টেই জানা যাবে তা।
এদিকে অভিযুক্ত শেখ ফিরোজকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে মৃত শিশুর মাকেও।