জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::স্বর্ণালঙ্কার কিনে দেওয়ার লোভ দেখিয়ে গাড়িতে তুলে রাস্তায় দুই স্ত্রীকে পুড়িয়ে মারল ভারতের রাজস্থানের এক ব্যক্তি!
স্থানীয় পুলিশ জানিয়েছে, দীপা রাম নামে অভিযুক্ত ওই ব্যক্তি জেরায় অপরাধ স্বীকার করেছে। তাকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় অতিরিক্ত পুলিশ সুপার বিনজা রাম বলেছেন, ওই ব্যক্তির পরিবারে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল। দুই বউ তার মায়ের সঙ্গে ভাল ব্যবহার করত না, তাঁকে খুশি রাখতে না পারায় তাদের ওপর অসন্তুষ্ট ছিল দীপা রাম।
পুলিশ জানায়, মঙ্গলবার দরিয়া দেবী (২৫) ও মালি দেবী (২৭) নামে দুই স্ত্রীকে গাড়িতে নিয়ে বের হয় সে। চলন্ত গাড়িতে তাদের সঙ্গে ঝগড়া হয় দীপা রামের। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সে গাড়ি থামিয়ে দেয়। এক স্ত্রী গাড়ি থেকে নামেন আশপাশের লোকজনের সাহায্য চাইতে। কিন্তু তাঁকে ধাক্কা মেরে গাড়িতে ঢুকিয়ে দিয়ে গাড়ি লক করে দেয় সে। গাড়িটা চালিয়ে কিছুটা দূরে নিয়ে যায়। তারপর নিজে নেমে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ভিতরে পুড়ে মারা যায় দুই স্ত্রী-ই। তাদের তিনটি সন্তান রয়েছে।