জগন্নাথপুর২৪ ডেস্ক::
কাতারভিত্তিক গণমাধ্যমটির সংবাদদাতারা জানিয়েছেন, ইসরায়েলের সতর্কবার্তার পর হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিক গাজার উত্তরাঞ্চল ছেড়ে পালিয়ে গেছে। তবে গাড়িবহরে হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস বলেছিলেন, গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকেরা তাদের শত্রু নয়। ফলে ইসরায়েল তাদের সেভাবে লক্ষ্যবস্তু বানায় না।
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি গোলাবর্ষণে রয়টার্সের এক সাংবাদিক নিহত ও আল জাজিরার দুই সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
হিউম্যান রাইটস ওয়াচ ইসরায়েলের বিরুদ্ধে গাজা ও লেবাননে সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ করেছে, যা বেসামরিক নাগরিকদের মারাত্মক ঝুঁকিতে ফেলেছে।